বাতাসে বেসে আসে, কোন- অসহায় শিশুর কান্না,
যদি দেখি- কষ্টের আর্তনাদে, দুচোখে জলের বন্যা।
বলি হায়-বিধাতা, এ কেমন সৃষ্টি তোমার...বলো'না,
কত- পাপ,গায়ে তার, অবুঝ শিশু, প্রাণ যে সয়েনা।


এক-ই কালে জম্ম, পাপহীনা বলো, মাতিৃর কোলে,
একজন পূর্ণ সুখী, অন্য জন- দুঃখের সাগর জলে।
তার- বিছানা রাজকীয়, দাস-দাসী সোনাদানা ভরা,
আমি কেন? অবহেলায়, অনাহারে খড় কুটা মোড়া।


স্ব-ইচ্ছায় আসিনিতো ভবে,পারব না, যেতে ও তাই,
এই... যদি হয়, তোমার বিচার, তবে- কেন কষ্ট পাই!
তুমি কষ্টের ঘর, শুন্য করো,মোরে ব্যথা দাও সইবার,
বুক ফাটা আর্ত আমার, তোমার দরবারেই, বার বার।