মেঘে ভরা আকাশ, ঘুটঘুটে অন্ধকার, শান্ত বাতাস,
বৃষ্টি নেই, কেমন যেন ভয়ংকর রূপ, সবাই চুপচাপ।
ঝোপঝাড়ে, মাঝে মাঝে, জোঁনাকি পোকার খেলা,
অন্ধকার খেলায়, আমি মুগ্ধ, দেখে রাতের আকাশ।


আমার হৃৎআত্না, কতদিন হয়তো, অপেক্ষায় ছিলো,
এমন রাত দেখার, সাধ পূর্ণ, তাও ইলেকট্রনিক যুগে!
জনমে কত'বার, ক'জনের ভাগ্যে আসে, জানা নেই,
তবে...আমার এক জনমে, এটাই পরিপূর্ণতা পেলো।


শান্ত হতে, শুদ্ধ হতে পারিনি, সেই- আকাশের মত,
হয়তো ক্ষণিকের জন্য, আমার গ্লানি, অর্পণ করেছি।
এত মেঘ, এত জল, ঐ বুকে, তারপরও কতই  শান্ত,
সেই আতত ভাবনায়, কতক সময়, রহিলো মন রত।