তুমি বাঁচবে না মাষ্টার, বাঁচতে দিবেনা তোমায়!
এখনো সময় আছে, পালাও, হ্যাঁ তুমি পালাও।
তুমি কেন ঢিল ছুঁড়েছিলে, ভিমরুলের বাসায়?
জাননা তুমি তোষামোদি ছিলো তোমার কাজ।


জলে বাস করো, অথচ কুমিরের সাথে লড়াই!
হায়'রে মাষ্টার, এই দেশটাকে নিজের ভাবো?
সেটাই ভুল, মাষ্টার সেটা-ই তোমার চরম ভুল,
প্রায় মোরা অন্তরে সবাই এক, সবাই মুসলিম।


মাষ্টার পড়া হয়নি ইতিহাস, তোমার জানা নেই?
মনে নেই সেই উনিশ্য ছেচল্লিশ,চৌষট্টির দাঙ্গা?
আবারও ইতিহাস হবে, সেটা হবে শেষ অধ্যায়,
তার আগে-ই পালাও, দেশ ছেড়ে পালিয়ে যাও।


মাষ্টার, তোমার বিপদে কাউকে পাশে পাবেনা,
সবাই ভয় পায়, কারন, তারা সবল শক্তিমান।
তারা ক্ষমতাধর, আছে পেশীশক্তি,আইন মুঠে,
হয়তো রক্ত ঝরাবে না, হ্যাঁ মারবে গ্যাড়াকলে।