কে- যাও, পাশ দিয়া, একটু এসো জল নিয়া,
আমি নিষ্ক্রান্ত কুটিরে বন্দি! পাশে কেউ নেই।
আমায়! একটু জল দিবে? আমি পিপাসিতা,
নয়নেও জল নেই, শুকনো কন্ঠ, শীর্ণ দেহে!


ভাগ্যের খেলা,পুত্র-কন্যা অকালে হারালাম!
কোন বা দোষে, স্বামীও যে হইলো পরবাসী!
যাহা ছিলো মোর সম্বল,দিয়েছি ঝেড়ে, তাই-
পৌত্র-পৌত্রী, অবহেলায় ফেলে বাহির ঘরে।


আমি অসহায়, আপন থাকিতেও কেহ নাই,
তাই- সর্বময়'ই চেয়ে থাকি, তোমাদের পানে।
ডেকে যাই, আজ এ,কাল সে,আসেও সবাই,
এভাবেই চলছে...জীবনের সায়াহ্নের চাকা।