চারদিকে'ই কাঁটা তার, বুকে হতাশার রক্তক্ষরণ!
কালো- কানুনে বেঁধে করো, বাকশক্তি অপহরণ।
মন চলেনা কানুনে, সারাক্ষণ কয়েদখানার তাড়া,
ও গুরু মন কেন বাঁধন হারা, দল ছাড়া ঘর ছাড়া।


জোর করে বেঁধনা, আমি যে স্বাধীন মুক্ত বিহংগ,
মন যায়না বাঁধা, বাঁধতে পার অঙ্গ, প্রহারে সর্বাঙ্গ।
ছিঁড়তে পার খাতা, লিখার পাতা, কালো কাননে,
ভাংতে পার লেখনী, যায় না মুছা, যে আঁকা মনে।


আকাশের পাতায় লিখে যাবো, মনের কালিতে,
পরে আসবে যারা পড়বে লিখা, প্রতিটি সারিতে।
দেখবে একদিন, ভাংবে কালো কানন, মুক্তমনা,
তুমি পতিত হবে গহিন গহ্বরে, ওরে- তালকানা।