তোমার আঁচলে তুলেছ পৃথিবী
        তোমার কোলের সুখে।
আজ সে আঁচল হারায়ে গিয়াছে
        রক্ত সুধার মুখে॥


আঁচল সে তো শাড়ির ভাঁজে
         অন্ধকারে ঢাকা।
পৃথিবীও তাই হাড়ায়ে গিয়াছে
         হয়নি যত্নে রাখা ॥


আজ সে পৃথিবী তপ্ত আঁধারে
          আলোকের সন্ধানে।
দুরুদুরু এক সন্ত্রাসী ভিড়ে
          খোঁজে নারী সম্মানে॥


ফিরে এসো ফের মোদের মাটিতে
            সবুজের সেই বেশে।
জাতির পাপের কুলুষ রুখো
            ধ্বংস বাণীর আগে ॥


আহ্বান শুধু শব্দে সবার
           আয়োজন কিছু নাই।
সরণি তোমার অসজ্জিত
          ক্ষুব্ধ হয়ও না তাই ॥


স্বপথে তুমি চালিত স্বয়ং
          সে পথে আগত হও।
রুদ্ধ জাতির নেশার পেশা
          নাশের শপথ লও॥


সমাপ্তিতেই সূচনা হবে
          নতুন পৃথিবীর।
রক্ত ঘটেও শান্তি রবে
           শান্ত সহবীর॥
          
(এটি একটি দ্য্বর্থক কবিতা যার অর্থ আপনার উপলব্ধি ও অভিজ্ঞতার অন্তরে নীরবে নিদ্রিত।)
                                 শীর্ষেন্দু¬