এই দুর্গা বলনা এবার কিকি দিবি
বুক অবধি ডুবে আছি জল উঠেছে
ঘরটা কাঁচা মাটির ছিল ঘর ভেঙেছে
যাওয়ার সময়ে আমাকে তোর সঙ্গে নিবি?


এই দুর্গা বলনা এবার কিসে যাবি?
নৌকাতে তোর হাল ভেঙেছে অথই জলে
ঘরে আমার আপন মনে সাপও চলে
তুইকি আমার এই পুজোতে শান্তি পাবি?


দুমুঠো চাল বরাদ্দ রোজ ত্রানের দানে
তিনটে ছেলে কাল ভেসেছে ঊজান টানে
দিনটা কাটে সাদা কাপড় ধুপ ধূনাতে
গ্রামটা কখন শশ্মান হল কেই বা জানে?


স্কুলটাতো সেই বন্ধ আছেই জল ঊঠেছে
মেয়েটা আমার চুপটি করে ঘরের কোণে
সংখ্যা গোনে ভেজা পাতায় আপন মনে
ভাঙছে দেদার নদীর পাড় বান ছুটেছে


আমার কি আর কপাল গুনে সুখ আছেরে?
ঘর ঢেকেছি পোড়া ইঁট আর খ​ড়ের চালে
পাঞ্জা কষে মৃত্যু রুখি বাঁচার তালে
জবাব আছে? এসব কিছুর? তোর কাছেতে?