রাতভোর চোখ জাগা ময়না
সাতপাঁচ কান কথা সয়না।


অলিগলি ঘুলঘুলি একা সে
চোখ ভেজা মুখ কেন ফ্যাকাসে।


রঙচঙে জং ধরা খাঁচাতে
মন চায় চনমনে বাঁচাতে।


আলো নেই স্যাঁতস্যাঁতে গন্ধ
পালাবার দরজাটা বন্ধ।


পালকের ছটফটে লোভী হাত
বারবার কচলাতো সারারাত।


আনচান পিছুটান কতসব
পাখিদের অসহায় কলরব​।


আর যেন জ্বালা তার যায়না
ঘুনধরা এ জীবন চায়না।


রাতভোর চোখ জাগা ময়না
প্রান তার প্রানে আর রয়না।