একদিন রাতের ট্রেনে এই শহর ছেড়ে
দূরে কোথাও অর্কিডের ভিড়ে
চলে যাবো সমুদ্রের ফেনার মত
ফেলে সব ঝিনুকের মন I
পাথরের কোল ঘেঁষে ছিল যা কিছু আপন I


একদিন রাতের ট্রেনে শহরের মুখ
দেখে বেচে দেবো চড়া দামে কেনা সুখ I
হ্যালোজেন এর আলো নিভিয়ে দেবো I
জোনাকির প্রেম বুক পেতে নেবো
দুহাতে! উপোসী কাল বৈশাখীর মত
তাথৈ নাচে মত্ত রাতের অন্ধকারে
ছুঁড়ে ফেলে দেব সমস্ত আলিঙ্গন জঞ্জাল যত I
আমাকে দয়া কর অমরত্বের দিব্যি দিয়ো না I
আমাকে ভুলে যেও ভুলেও পিছু ডেকো না I
আগুনের আঁচে সিগালের পোড়া মাংস
ভেবে ছেড়ে দাও আমার শরীর I
চোখের তারায় শিখা জ্বালো I দেখো ধ্বংস I


একদিন ভুল করে আমার নাম নিয়ে
নিশি ডেকো না! তখন সব স্টেশন পেরিয়ে
জোড়ে ছুটে যাচ্ছে শর্বরী এক্সপ্রেস
যার পথে নেই কোনও শেষ!
দুপাশে আখের ক্ষেত দূরে সরে সরে যাচ্ছে
যেন ত্রিশটা বছর, একটা গোটা জন্ম I
একটু একটু করে দুরে সরে যাচ্ছে I
ধীরে ধীরে ক্রমশ গ্রাস করছে লেলিহান শিখা I
চুল অস্থি চর্ম সার, তার শরীর অমানিশা I


একদিন রাতে ক্রমশ ঢুকে যাবে আমার ট্রেন
সেই অমৃত গুহায়! পদ্মের নালি তে জুড়ে যাবে
প্রাণ! পিউপার মত গুটিয়ে নেবে জাতকের প্রেম I
সেখানে রোদের আলোয় চিনে নিও অন্য সকাল I