যোগাযোগ না হলে আমি বিয়োগ ব্যথায় ভুগি l
সময় যায়, ব্যথা বাড়ে, এর কোনও উপশম নেই l
সমুদ্রের বালিয়াড়ির মত সম্পর্ক গুলো সরে সরে যায় l
ঢেউ ওঠে ঢেউ নামে,
পাড়ে ভিড় জমায় কত অচেনা ঝিনুক l
নানা রঙের, ছোটো বড়,
ওদের সবার ই হয়ত মুক্ত থাকেনা কিন্তু ওরা আসে দল বেঁধে, ঝাঁকে ঝাঁকে,
বেশ কিছুক্ষণ সময় কাটাই ওদের সাথে
তারপর ঢেউ বয়ে নিয়ে যায়
এভাবেই শুরু হয় বিয়োগ l
আসলে বিয়োগ ই হল ধ্রুব সত্য!
আমাদের কাদা মাটির জীবন নিয়ে
খেলা হচ্ছে বিয়োগ l
দূর থেকে দুরে সরে যাচ্ছি সবাই,
খড়কুটোর মত উড়ে যাচ্ছি l
রাস্তার পাশে আছড়ে পড়ছি,
হসপিটালে বেডে কাৎরাচ্ছি,
চুল্লি র আগুনে জ্বলে যাচ্ছি,
বিয়োগ ঘটছে প্রতিনিয়ত l
যারা চলে যায় তারা ফিরে আসেনা l
ফিরে আসার জন্য কেউ যায় না l
কিন্তু চলে যাওয়ার জন্য ই সবাইকে আসতে হয় l
তাই প্রাণপণে চলে যোগাযোগের চেষ্টা l
যেমন ক্ষেতের ধান নিয়ে বাড়ি আসে শ্রান্ত কৃষক l
দুয়ারে অপেক্ষায় তার ঘরনী l
যেমন মাছ ধরতে গিয়ে মাঝ নদীতে একা মাঝি l
ঘরে দরজা চেয়ে বসে তার পথ দেখে একজন l
এসব যোগ সুতোর টানে বাঁধা l
ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে বিয়োগের দিকে l
যেমন জং পড়তে পড়তে একদিন খসে পরে
দরজার কলকব্জা,
বৃষ্টির জল ধুয়ে মুছে সাফ করে দেয়
মরচে ভাঙা ধুলো,
শুধু ছবির মত স্থির হয়ে থাকে স্মৃতি, ইত্যাদি l
মুহূর্তের বিবর্তনে বিয়োগের ছাপ রেখে যায়
তোমার আমার যোগাযোগ l