অমৃত সেতো অমিয় সুধা
অনেক শুনেছি ভাই;
ক্ষুধা -তৃষ্ণা মেটায়, তৃপ্ত করে
এর কোন জুড়ি নাই।  


সাহিত্যে আর কল্প কথায়
অমৃত অনেক আছে,
কোথায় কেউ স্বাদ পেয়েছ কি
জিজ্ঞাসি তোমাদের কাছে?


ভাগ্য আমার বড় প্রসন্ন
আল্লাহ তালার কৃপায়,
রোজ পাই অমৃতের স্বাদ
আমার মায়ের রান্নায় ।


মালিক তুমি করুণার সায়র
আর কিছু না চাই,
মরণের পরে স্বর্গেও যেন
মায়ের অমৃত পাই!