মেঘে ঢাকা চাঁদ আমার ভালো লাগে না।
খোলা আকাশের নিচে চাঁদ আর আমি
মুখোমুখি হই যদি কোন এক পূর্ণিমায়
তবে তার চন্দ্রসুধায় ভরে নেব অন্তর।


এমন একটি রজনীর প্রতীক্ষায় আছি,
আকাশের দিকে চেয়ে সারাজীবন ভর,
একে একে দিন, মাস, বছর কেটে যায়
তবু প্রতীক্ষায় থাকি নিয়ে শূণ্য অন্তর।