হৃদয়ের সব আবেগ
জমে কলমের নিবে,
কালির আঁচড়ে-আঁচড়ে আজ
ছন্দ-কবিতা হবে।


হৃদয়ে যত আবেগ
গুমরে-গুমরে মরে,
চোখের কোণে জল হয়ে
যে অশ্রু গড়ে পরে।


স্বপ্নের ডানাগুলি মিশে
কবিতার চরণে-চরণে,
আজ প্রকাশিত হবে
কলমের কালির বরণে।


হৃদয়ের কোণে জাগে
যত আশার বাণী,
সাদা পাতা ভরে যাবে,
লিখে আমি জানি।


কবিতার পাণ্ডুলিপির পাতা
আজ গেছে ভরে,
তবু কেন হৃদয় আমার
কাঁদে আবেগের তরে।