শোনো  পৃথিবী বাসি, সময় নিয়ে অল্প;
তোমাদের শোনাবো আজ ভালবাসার গল্প।
ফেব্রুয়ারির চোদ্দ তারিখ দুপরবেলা
কাজের ফাঁকে অবসরে রৌদ্র ছায়ার খেলায়,
হঠাৎ আমি দেখেছিলাম তারে-
নব জাতকের মতো দৃষ্টি করে।
কথায় - কথায় বাড়ে বেলা
শুরু হয় পাশাপাশি পথচলা,
কি জাদু করলো সে আমায়
সম্মোহিত যেন আমি তার চোখের চাওয়ায়।
মন বসেনা কারো কোনো কাজে,
দুটি প্রাণে এ কি সুর বাজে?
নিরবে নিভৃতে আমরা খুব কাছে আসি
দুজনেই বলেছিলাম খুব ভালোবাসি।
দেখেছিলাম দুজনে আশার স্বপ্ন কত,
গল্পের শেষ যদি এখানেই হতো!