হিংসে হয়, ধনরত্ন বিত্তবান
কোন মানুষকে দেখে নয়,
চোখে-চোখে চেয়ে থাকা
কোন প্রেমীক যুগল দেখে ;
আমি তখন তোমায় খুঁজি
তোমার চোখের মনিকোঠায়
আমায় দেখবো বলে।


হিংসে হয়, যখন প্রেমিক-প্রেমিকা
হাত ধরে পাশাপাশি হাটে,  
যেন পৃথিবীটা তাদের হাতের মুঠোয়;
আমি তখন তোমায় খুঁজি,
হাত ধরে হাটবো তোমার —
পাশাপাশি পুরো পৃথিবীময়।        


হিংসে হয়, যখন কোন প্রেমিক
তার প্রেমিকার শরীরের ঘ্রাণ
প্রাণ ভরে নিশ্বাসে মিশে নেয় ;
আমি তখন তোমায় খুঁজি
তোমার শরীরের ঘ্রাণ নেবো
আমি আমার প্রতি নিশ্বাসে।


হিংসে হয়, প্রেম উন্মাদনায়
যখন কোন প্রেমিক তার ওষ্ঠে
জড়িয়ে ধরে তার প্রেমিকার অধর ;
আমি তখন তোমায় খুঁজি
আমার ওষ্ঠে জমানো আদরে
রাঙিয়ে দেবো তোমারি অধর।      


হিংসে হয়, সব প্রেমিক তার
প্রেমিকাকে অস্তিত্বে খুঁজে পায়,
আর আমি শুধু তোমায় আমার
শূণ্য কল্পনায় খুঁজে বেড়াই।  
এ পৃথিবীতে যে প্রেমিক পেয়েছে
খুঁজে মনের মতো প্রেমিকার হৃদয়;
সে প্রেমিক তো প্রকৃত ধনবান  
আমার তারে দেখেই হিংসে হয়।