বৃষ্টির পর বুকের জমিন থেকে,
খরতাপে পুড়ে যাওয়া তপ্ত ধোয়া বের হয়;


পাথরের মতো ভারী হয়ে থাকা ফুসফুস,
ভিজে হালকা হয়;


মাটির উপর জলের মধ্যে,
প্রিয়তমার উষ্ণ নিঃশ্বাস  বুদবুদি দেয়;


ধুয়ে মুছে সাফ হয়, ভীষণ কষ্টে জমে থাকা ধূলিকণা,
এরপর আবার তারপর আরেকটা নতুন সকালের অপেক্ষা।