কথা শুধু হয়না মিষ্টি
কখনও হয় ঝাল,
কথা হলো বড় অস্ত্র
কথাই হয় ঢাল!


কথা বাড়ায় মনের জ্বালা
নেবায় ক্রোধানল,
কথার ঘরেই বসত করে
ভালোবাসা ছল!


আপন মনের ইচ্ছে মতে
কথার তরী চলছে ধেয়ে,
ছলচাতুরি কথার পাকে
পানসি ডোবে ঘাটে!


কথার হিসেব যেচে বেছে
রায় লিখেছে হাকিমেতে,
হীনের পাল্লা ভারি হলে
ফাঁসির রশি গলায় ঝোলে,
সে রায়ের ই কথা শুনে
পতিতপাবন মুচকি হাসে!


সত্য সুপথ বলে চলে
এপার ও পাড় স্বর্গ মেলে
উজান তরী ভাটায় চলে
ডোবা পানসি ও ওপার মেলে!