দেহঘড়ি চাবি দিয়ে ধরা’য়ে পাঠিয়ে
ক্ষণমুক্তি দিলেন অন্তর্যামী
হাঁটি  হাঁটি ঘড়ি কাটা চলে দিবানিশি
অহর্নিশি অন্তহীন ধরাধামে !
কাম রিপু ক্রোধের লালসা বাঁধে বাসা
তবুও টিক্ টিক্ চলে ঘড়ির কাটা
ক্ষণে শুননো বাসায় মনো বসবাস
ক্ষণিক ধেঁয়ে চলে অন্ত্যহীন পথে !


সুপথ-কুপথ অ-বোঁধ মনোবাসনা
সে যে মন তোরই অন্তর্দ্বারে
চিনলি নে মন তাঁরে, ধরবি ক্যামনে
মরলি, করলি অন্তর্জলি শেষে
পেয়ে সে ধন আসল সবই হারালি।
দেহতরী উজান-ভাঁটায় কী ডোবালি?


---শামছুর রহমান (১৮/০৯/২০১৬ রাত ১১টা ৫৫)