ভবের এই খেয়া ঘাটে
   মন মাঝি তোর বৈঠা নেরে
উজান তরী ডুবলো শেষে
  অপার হয়ে রইলি চেয়ে ।


দিন যে গেলো সনধে হলো
পার করো না মোরে,
ও বিধি জঁপি দমে দমে,
ও বিধি আরশে আজম পানে,

তবে কেনো অপার হয়ে
রইলি পরে ঘাটে,
মনোরে সংসার যাতোনার ফাঁদে
ভুবণে কাঁনদে জারে জারে,

সাধু বলে এই নিদানে,
পার করো না মোরে
বিধি মোহে রইলে পরে ঘাটে,
ও নবী তোমা সাফায়াত বিনে,
ও মুরশিদ চেনাও রাসুল দ্বীনে।


              --শামছুর রহমান
রচনাঃ ২৫/০৯/১৬ : ভোর ঃ ৪ টা।