এমনো নিশিথে বন্ধু
      এক ছিলেম দুই জনে,
আজ নিশিথে তুমি আমি
      দুই জনে দুই খানে।
তোমার আমার ছিলো বন্ধু মোদের
        ভালো বাসা বাসি
ত্রি-ভূবণে ছিলো না কেউ
       এতো কাছাকাছি, বন্ধু
তোমার সুখে ছিলেম সুখী
       তোমার দুঃখে দুঃখী
তুমি বিনা জগৎ সার হইলো
দুঃখ চিরসাথী, বন্ধু ।


প্রথম দেখায় বন্ধু তোমায়
     ভালো বাইস্যা ফেলি
সেই বাসায় ভাসিয়া ছিলে
    তুমি সম-সমি, হায়রে
তোমার চাওয়া আমার চাওয়া
    এক ছিলো সব খানে
আজ নিশিথে তুমি আমি
    দুই জনে দুই খানে, বন্ধু।


জীবন সাথী পাইয়্যা বন্ধু তোমায়
    সুখে মাখা মাখি
সাগর হর্ষে ভাইস্যা ছিলো
    তোমার আমার তরী, বন্ধু
জোয়ার-ভাঁটা, ঝড় তুফানে
    ডুবলো সোনার তরী
একলা আজি দুঃখ সাগরে
    তোমায় খুঁজে মরি, বন্ধু।


এইকি ছিলো তোঁর মনেতে
      ক্যান সংসারে আইলি
কিঞ্চিত হর্ষ দিয়্যা সাঁঈজী
     ক্যান তাঁরে ডাকিলি ? হায়রে
ছিলেম কোথায়, আইলেম কোথায়
গেলি মন কোন খানে ?
আজ নিশিথে তুমি আমি
দুই জনে দুই খানে, বন্ধু।


শুণ্য খাঁচা কইর‌্যা মনোপাখি
     অচীন দ্যাশে গেলি
সাড়ে তিন হাত পিঞ্জিরাতে
  আমায় একা ফেলি, বন্ধু
শত কত কাল রইবো একলা
      অন্ধকার কুঁটিরে
দেহো খাঁচা শুণ্য কইর‌্যা
দুই জনে দুই খানে, বন্ধু


এমনো নিশিথে বন্ধু
  এক ছিলেম দুই জনে
আজ নিশিথে তুমি আমি,
    দুই জনে দুই খানে।
          


---শামছুর রহমান
সময়কাল ঃ ১৯ আশ্বিন ১৪২৩, ৪ অক্টোবর ২০১৬ খ্রি. সময় ঃ সকাল ০৭ টা ৫৩ মিনিট। স্থান ঃ জনতার মশাল পত্রিকা অফিস, মণিরামপুর, শাহজাদপুর।