রাত কিভাবে যায় কেটে যায়
তোমারি আশায়
তুমি বিহনে জীবন আমার
দুঃসহ মনে হয়।


আমি যে দিন ডেকেছিলেম
তোমায় পাবার আশায়
তুমি বিহনে
পূর্ণিমার চাঁদের আলো
অমাবশ্যার কালো মনে হয়।


এই জীবনে চাইলাম তোমায়
সুখেরই আশায়
দুঃখ হলো মোর চিরসাথী
ছিলে তুমি কোথায় ?


তুমি যে দিন ডেকেছিলে
আমায় পাবার আশায়
আশা নয় সে মরীচিকা
ধুঁ-ধুঁ নিরাশা বালির চর।


জগৎ সংসারে পাইনি তোমায়
অপূর্ণ ভালোবাসায়
হারালে মোরে জগৎ মোহে
অসময়ের ভালোবাসায়।


---শামছুর রহমান
রচনা ঃ ১০ অক্টোবর-২০১৬ খ্রি. ২৫ আশ্বিন ১৪২৩ বাংলা, সময় ঃ রাত্রি ৮ ঘটিকা। স্থান ঃ জনতার মশাল কার্যালয়, মণিরামপুর বাজার, শাহজাদপুর।