ধর্ম কর্ম জগৎ সংসার, সনাতনে
প্রতিষ্ঠার আকূল মিনতি নিয়ে বিগ্রহে
ভজিলে দৃঢ় চিত্তে প্রতিমার অন্তখানে
তাঁরই আরাধনা ছিলো সূচীতে ।


হোমানল জ্বেলে যজ্ঞে, ঋষি কুলে
অনল প্রবাহে, পুষ্পাঞ্জলী ভক্তিতে কলিযুগে
নিরাকার জ্যোর্তিময় সেঁ বেদে
চঞ্চলা মন আনমোনা ক্যানে আজি তাঁরে ভজিতে ?


খুঁজিলে আকার ধ্যান জ্ঞানে
সামান্যে কি পাবে তাঁরে, তৃ-নয়নে,অবণীতে
বিসয় বাসনা মুক্ত চিত্তে, প্রতিমা উপলক্ষ্যে
দৃঢ় মনে স্বরি হরি ভজিলে দমে দমে।


অব্যক্ত ধ্যানে অপার তরী দেহাভিমানী জীবে
গীতার দ্বাদশে-বেদে নয় সে, বলিলো শ্রীকৃষ্ণ নিজে
অর্জুনকে-উপলক্ষ্যে কলিযুগ জীবোদ্দেশ্যে
পূজিলে বাইরে হীন চিত্তে নিঃষ্প্রাণ মুর্তিপানে
নকল সকল ধ্যান জ্ঞান হয়, না ভজিলে প্রতিমারে
আসল সবই ভেতরে স্থাপিলে প্রাণ, তারই অন্তর্দ্বারে
করুণা লাভে ঈশ্বর জ্ঞানে ধ্যানে, মুক্তিতে তাঁর পানে।



---শামছুর রহমান
রচনাঃ ১২ অক্টোবর, ২০১৬ খ্রি. সময়ঃ রাত সাড়ে ৯ টা, স্থানঃ জনতার মশাল কার্যালয়, মণিরামপুর বাজার, শাহজাদপুর।