দেখলে সবে করে তামাশা
হাসি হাসি শ্রী খানা
তবুও নাম তার হাসি-না


বয়সে বড়, শান্ত স্বভাব
আচরন তার শিশুসুলভ
জন্মিলো সে বাক হারা !


ছয় ভাই দু’বোন জগত সংসারে
প্রতিবন্ধী যে সে, কনিষ্ঠ সবার
পালাক্রমে চাচারা সবাই
ভরণ পোষণ চালান যে তার।


নির্বাকের পিতা ঈমান ফকির
মারা গেছে বহু আগেই
বাস যে তার বাতিয়া গ্রামে
করতোয়া নদীর ধারে।


বয়সে সে পয়ত্রিশ
তবুও ফোঁটেনি বিয়ের ফুল
পড়শী শাকিলের ফাঁদে পড়ে
ন’মাসের অন্তস্বত্বা কুমারী মাতা !


---শামছুর রহমান
রচনাঃ ২৮ অক্টোবর, ২০১৬ খ্রি. রাতঃ ১১ টা ৫০ মিনিট, শাহজাদপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ।