ছ'মাস বয়সে অনাথ মা বাপ হীন
বাপ ছাড়ে মায়, মা জামাই বাড়ি যায়
সুশীতল ছায়া নাই রবি তাপ বায়
দুধের শিশু মুই কী খাই কোথা যাই ?
মার মা মোর নানির আচল ছাঁয়াই
ফুটো তরী অবশেষে ভেসে ধীরে বায়
ধরিনু মসি হাতে কর্ম জীবন তরে
আসিলো নাহার ফুটিলো দুটি গোলাপ ৷


ফুল গাছ নানী পাঁচ দুঃখ আরাভাব
একবেলা জোটে আহার দু'বেলা ভাটা
তবুও চলছিলো জীবন সাদামাটা
ন্যায় সহায় খালি পয়সার আকাল
অভয়ে চলে মসি শোষক চক্ষুসূল
মেয়রের গুলি ঝরলো শিমুল ফুল !


                   ---শামছুর রহমান
রচনা : 13 ফেব্রুয়ারি, শাহজাদপুর, 08:55 পূর্বাহ্ন (সত্য ঘটনা অবলম্বনে রচিত ) ৷