---------শামছুর রহমান


ধরণীর ধেয়ানেতে সতত মজিনু
ফুল ফল রূপ রসে ভুলিয়া থাকিনু
পাপকাজ পাপাচারে ডুবিয়া রহিনু
মননো বাসনা সবে পুরিয়া লইনু ৷
শোষিতর সাথী হেথা কভূ না হইনু
আশরাফের পাছ কোথা নাহি ছাড়িনু
সুপথ তেয়াগী মন কুপথে চলিনু
সহসাই সব ছাড়ি পটলো তুলিনু !


হায় হায় একি পথ কোথা না দেখিনু
বাড়ি, যান কোথা পাই ভাবিতে থাকিনু
সাথী জন ডাকি কেঁদে কোথায় রহিনু
নিমিষেই আজি কী সবে পর করিনু ?
কাঁদিয়া কাঁদিয়া নয়ন কানা বানিনু
মহাকালে, শেষে অনলবাসী হইনু !!


রচনা : ১০ এপ্রিল, ২০১৭, সোমবার, শাহজাদপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ , ০৫:৪৪ পূর্বাহ্ন ৷