মাতৃভূমি জগতজননী দেখিনু দু'লোচন মেলে
আমি দেখিনু ভুবন দেখিনু ভুজন সবি,
পাইনা সে রূঁপ খুঁজে ভবো রূপসাগরে !


অনল পবনে সুরুজ কিরণে
অরূপী তবু পরশে স্বরূপে!
মন্দ ভালেতে দু'নয়ন মেলিনু
ধামে, ভাসিনু রূপেরি বাহারে!


শত জনমের দৃষ্টি নয়নে
খুঁজিনু সে রূঁপ অন্ধ মননে,
জন্মান্ধ খোঁজে কুমনে ভুতলে
পতিতপাবন একি দুনোরি স্বরূপে !


আকাশ দেখিনু দেখিনু তারা গগনে
আরও দেখিনু চাঁদ রাতেরি আঁধারে,
কি রূঁপে তুঁমি ভুধামে সেজেছো দয়াল!
সে রূঁপ দেখবো কোন জনমে কোন আঁখিতে ?


শাহজাদপুর, সিরাজগঞ্জ, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ, ৬:২৭ পুর্বাহ্ন।