এপার ওপারি দুনিয়ায়
কোন লগনে শমন ময়!
কাঁদছে নদী বুক শুকায়ে
তরী পাবে কি কূল ঠিকানায়!


হেঁসে কেঁদে বুক ভরায়ে
তুমি এসেছিলে ভবে,
শমন কালে কি যাতনায়
কাঁদলে কাঁদালে মোহ জ্বালায় !


আসা যাওয়ার বালির বাঁধে
ভুলেছি তোমায় শমন পরে,
রবি বাঁচে না আকাশে
কবির সেঁতো গুরু তাই সবে স্মরে!


ধর্মে কর্ম যুগ অন্তরে
ডোবালে কাল হিত সাধনে,
ভক্তির স্মরণে তাঁরই চরণ
ধুলিতে শমন ফাঁক ফাঁকে রয়!


রচনা: শাহজাদপুর, সিরাজগঞ্জ, শনিবার, ১৩ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ, ১১: ২৪ অপরাহ্ন।