চশামাটি শ্রেয়,
যা ছিল অবক্ষয়।
যা পড়ে ছিল ঝুড়ির এককোনে,
এখন তা মুখমন্ডলের অাবরনে।
চশমাটি প্রয়োজন  নেই,
রাত এলেই শেষে।
শত লোকের ভিড়ে,
চক্ষুমনির উপরে।
এযেন চশমা নয়,
বাড়ায় অনাবিল সুখময়।
শতলোক দিয়েছে অপবাদ,
চশমাওয়ালা বলেছে ধন্যবাদ।
সর্বশান্ত লোকটি,
তবুও পড়ে চশমাটি।