আমরা বিকৃত নই,অনাদরে-
লাঞ্চনার গ্লানিতে !
আমরা হতবাক নই,ক্ষুদায়-
পেটের টানে।
আমরা কাদলে দোষ,
হাসলে ধি:ক্কার।
আমরা ছুলেই ময়লা,
ওদের ফেরে দেওয়া আবর্জনা।
আমাদের নেই অধিকার-
বাঁচতে সুন্দর এই সমাজে।
আমরাতো কীটপশুর চেয়েও খারাপ-
তাইতো ফেলে গেছে ঐ ডাস্টবিনে।
রাতের আধারে করেছে নষ্ট জীবন,
আমরা নতুন সমাজের অন্ধকার।
কই কেউতো জ্বালেনা কোন আলো,
আশাহীন পথে হেটে চলি আমরা।
পরিচয় একটাই,নেই বাবা-মা....