নন্দনীয় তালে,বুভুক্ষেরা মেলে,
অন্তরালে আড়ালে বিধাতা খেলে।
বিবর্তন এসে দাড়ালে,
লোকচক্ষুর আড়ালে।
চক্ষুবুঝিয়া বিধাতা ত্রাসে,
বুভুক্ষেরা কাঁদে আর হাসে।
কারো স্পন্দনে বাজেনা ঘন্টা,
কারো ক্রন্দনে কাঁপেনা মনটা।
নির্ঘুম রাত প্রায় শেষে,
ক্ষুধাতুর জাগে নতুন রেশে।
সুখ শান্তি কাছে এলে
পালিয়ে বেড়ায় দুর বিকেলে।