তীব্র রৌদ্র সম্পর্ক টানাপোড়ন,
স্মৃতির ক্যানভাস অপলক চাহনি ।
সকালের শিশির বাষ্পীয় পথে,
জানা-অজানা বিন্দু ভালবাসা খোঁজে ।


আবার একটি অপমৃত্যু;
জলাঞ্জলি জীবন প্রতিশ্রুতি,
সুখ বুকে আঁকা পদচিহ্ন ।
জীবন দু:খ ঝেড়ে ফেলা শত প্রচেষ্টা,
তবুও দু:খ স্রোতের ঘনঘটা ।


আবার একটি অপমৃত্যু;
শহরে যখন লোডশেডিং ভোগান্তি,
তখন হঠাৎ বিস্ফারণ সমরসে,
তাঁরা দেখার চেষ্টা দিনের আলোতে ।