আপন মনের মাধুরী মিশিয়ে
কল্পনার রং তুলি দিয়ে,
হৃদয় ক্যানভাসে দেবী রুপে অ্যাঁকেছি,
  রেখেছি মনের মন্দিরে।


তোমার নয়নে আমায় দেখব বলে,
     দর্পণে  চোখ রাখিনি।
তোমার আসার আশায় পহ্নের পানে চেয়ে;
কেটেছে  কুড়ি বসন্ত;
তবুও ত তুমি আস নি।


মাঝে মাঝে বেণু বাজে
দক্ষিণা হাওয়ার তানে।


মম হিয়া আঞ্চান করে বলে-
সেই সুর তর কণ্ঠের মিতালিতে সাজে।


ঝিঙ্গার ফুলে ফুলে
প্রজাপতি ডানা মেলে
তারে তর কথা শুধাইলে বলে
“সে আসছে আগামী বসন্তে”


কখনো বা শ্যামল মায়ের হরিৎ টিয়ের,
লাল চঞ্চুতে তর ঠোঁটের দেখা পাই,
কখনো, শারদ শশীতে  তর  ছায়া  ছবি ভাসাই।


কুড়ি বসন্ত পেরিয়েছে তবুও আছি আগামী
বসন্তে তর আসার  অপেক্ষায়।