আমার গর্ভধারিণী, তুমি আমার ধরণী,
আমার স্বর্গ তুমি, আমার জননী।
গগনের বুকে বারিদ ফাঁকা,
দীপ্ত আলায় আলোকিত চন্দ্র তুমি, কাননের ফুল,
মাগো তোমায় ছাড়া শূন্য আমার জীবনের দুকূল।


বিনাশ আসিলে.........ও
মোহনায় থাকবে মোর মুক্তা ঝরা হাঁসি,
নিপাত শয্যায় থেকে ও আমি পূর্ণ চন্দ্রের হাঁসি হাসব।
মাগো তোমার তরে।


মাগো তুমি
অথৈ সিন্ধু র বুকে জাগা এক মহা দ্বীপ
আধাঁরে জ্বলা জ্বলন্ত প্রদীপ।


মাগো তুমি তিমির রজনী তে অর্পিত দ্বিপ্ত আলো
                                কাননের ফুল
তোমায় ছাড়া শূন্য আমার জীবনের দুকূল।


মা তুমি বেঁচে থাক চিরকাল
তোমার বদন দেখে ভাঙ্গবে আমার
সাধের সুনালি সকাল।