হে প্রিয় স্বাধীনতা,
তোমাকে পাবার তরে,
অকালে ঝড়েছে কত ফুল,
হারিয়ে গেছে কত ফুলের হাসি।
তোমাকে পাবার তরে
রক্তে রঞ্জিত হয়েছে বাংলার মাটি।


হে প্রিয় স্বাধীনতা,
তোমাকে পাবার তরে,
রক্তে ভিজেছে দুঃখিনী মায়ের শুভ্র আঁচল,


আঁখিলোরে ভরে গেছে কত মায়ের নয়ন।


হে প্রিয় স্বাধীনতা
তোমাকে পাবার তরে ,
হাসি মুখে উৎসর্গ করেছে কত নবজীবন
কত তটিনীর বুক লাহোতে হয়েছে রঙ্গিন ।


হে প্রিয় স্বাধীনতা,
এক সাগরের রক্তের বিনিময়ে মোরা পেয়েছি তোমাকে
চাইনা কখনো হারাতে,


হে প্রিয় স্বাধীনতা,
লক্ষ প্রাণ ত্যাগের বিনিময়ে মোরা পেয়েছি তোমাকে
দেবনা কখনো হারাতে।


২৫ এ মার্চ ২০১২ সালে লেখা কবিতা