বৃষ্টির মতো জীবন,
বহে মেঘনার মত শীতল জলে।
যদি চাও ভুবন মাতাতে তবে চল যাই অজানাতে,
যেখানে আমাদের সব আমাদের রবে।
মিথ্যা সব মুহুর্ত পৃথিবীতে শেষ হয়ে যাবে,
একদিন আমারও রাষ্ট্র হবো,
সকল সন্তানের নিরাপদ আশ্রয় হবো।
ঘরে ঘরে শান্তি সুখের মশাল জ্বালাবো,
গৃহহীন আসমার মুখের হাসি হবো;
অনাহারী কবির মুখের খাদ্য হবো।
তবুও আমরা রাষ্ট্র হবো,
সকলের স্বপ্নের অভিভাবক হবো।
সকল জীবনের নিরাপত্তা দিবো,
আমরাও রাষ্ট্র হবো।