গহীন অন্ধকার জুড়ে প্রেম
অস্ত্র বহনকারী সৈনিকের হাতে সাদা রজনীগন্ধা।
বিলাসিতার বুকে শিশু শ্রমিকের রক্ত,
তবুও বিলাসিতা শিশুর মস্তিষ্কের চতুর্দশ দিকে।
চোখ বন্ধ করে সমাজ উলঙ্গ হয়ে হাসেন,
রাষ্ট্র প্রধানের নির্লজ্জতার আত্মপ্রশংসা- শুধুই ইট বালি কংক্রিটের বেড়া জাল।
ফুলের মূল্য আজ আকাশ ছোয়া,
রিকশা ভাড়া আজ পকেট কাটা।
তবুও প্রেমিকের ভালোবাসার মান কমে নি এক বিন্দুও,
হয় তো কমে গেছে তার এক বেলার খাবার।
আটকে গেছে টিউশনির টাকা,
তবুও প্রেমিকার জন্য ফুল ফোটে প্রেমিকের জীবন ফুলে।
রাষ্ট্রের অর্থনীতির হিসাবে থেমে গেছে তার জীবন, বেড়েছে জীবন যন্ত্রণার কাতরানি।
তাই বলে কিছুই থামে নি -
চলছে প্রেম, চলছে সকল অসাম্যের বিরুদ্ধে ব্যারিকেড গড়ে লড়াকু জীবন।