আমার জন্ম আজন্ম পাঁপের মাঝে দাঁড়িয়ে,
দুঃখের প্রতিনিধিত্ব করা নীল আকাশ তুমি।
সমুদ্র মন্থনকারী হৃদয় আজ,
রুগ্ন -কর্ম হীন- অচল বৃদ্ধ।
আধিপত্যের কারাগারে বন্ধী,
ভালোবাসা নামক অসংখ্য রক্তাক্ত জীবন।
তবুও আমার জন্ম যে আজন্ম পাঁপের মাঝে
দাঁড়িয়ে থাকা,
এক টুকরো দুঃখ নীল আকাশ তুমি।