দুঃখ নদীর বুকে চৈত্রের দেখা নেই
নেই কোন ভাটা,
দিকে দিকে উজানের শব্দ -
কান্না করে ভালোবাসা।
দুঃখ গুলো নদীর স্রোতে ভাসীয়ে দেব ,
কোন এক রজনীগন্ধার সুবাসে সন্ধ্যায় কাটাবো নিরব জোৎস্নায়।
দুঃখ নদীর বুকে তবুও আষাঢ়ে না নামুক তবু্ও বৃষ্টি আর বর্ষা।