নীলাদ্রি একটু সময় দিবে আমায়;
আমার বিষন্ন আকাশ,
আমার রৌদ্রস্নাত কালো মেঘের জীবন,
সব তোমায় দিবো।
তুমি শুধু আমাকে একটুকরো  সময় দিও,
লাল-নীল স্বপ্ন না দিলেও চলবে।
আজ বড্ড একা হয়ে গেছি,
চারদিকে শুধু চকচকে অন্ধকার।
সব আড্ডা-মজলিস আমায় বয়কট করেছে
অথবা আমি তাদের করেছি।
জীবনে সব কিছু কেন পারফেক্ট হতে হবে নীলাদ্রি!
অনুর মতো হতে পারি নি,
অথবা অনু আমার মতো ;
তাই বলে ঈশ্বর কেন এত বেদনার ছায়া দিল?
নীলাদ্রি!
কেন এত একা হয়ে পড়েছি,
প্রেম তো চাই নি মেঘে ডাকা বিকালে,
তবুও কেন বেদনাসম প্রেম আমায় ছুয়ে যাচ্ছে।
আমি আকাশ হতে পারতাম নীলাদ্রি!
হিংস্র হায়নার মতো প্রেমময় জীবনের ডাক,
আমি ভুলে যেতে চাই।
নীলাদ্রি যদি ভিক্ষা দিতে একটু সময়!