আকাশ অঙ্কুর


ফেরা হলো না,
ভাঙা ঘরের মেরামত করার গল্পে।
ছুটে চলা হলো না আমাদের স্বপ্নের পিছনে,
নির্ঘুম রাত বৃথা হয়ে গেল আমাদের লড়াইয়ের মাঠে।
চরিত্র আর দুশ্চরিত্রের চিপায় পরে ঝরেছে অনেক রক্তক্ষনন,
অতন্দ্রিতা তুমি কি জানো আমরা শূণ্য হই আবার পূর্ণ হবার জন্য আমারা ছেড়ে যাই ফুল বিল নদী,
হয়তো সাগরের নোনা জলের মাছ,বালি, পাহাড়ের মাঝে।
অপূর্ণতা আমাদের পূর্ণতা দিয়েছে, দিয়েছে পূর্ণতা আমায় অপূর্ণতা,
স্বপ্ন ভেঙ্গে ঘুম পায় তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আমি জেগে আছি বন্ধু-
হয়তো স্বপ্ন হয়ে আকাশের বুকের সাদা মেঘ হয়ে।