প্রেমে পরেছি জীর্ণ শীর্ণ এক বৃদ্ধ বটগাছের তলে,


গ্রামের কাদা মাখানো পথে।


কোন এক অভিশাপ্ত নারীর দুইটি চোখে,


চিত্রা হরিণের মতো তার যাতায়াত-


  ঘুমন্ত আমি'র স্বপ্নে......



পিছু নিলাম সেই  নারী চোখের,


মাঠের পর মাঠ নারী শ্রমিকের অর্ধ মুজুরী পাওয়ার বৈষম্য দেখে;


গ্রামের সাদাকালো জনপদ থেকে ভেসে আসা নির্যাতিত গৃহবধূ ও কিশোরীর  চিৎকারের শব্দ আমাকে পৌঁছে দেয় শহরে এক নিষিদ্ধ গলির প্রান্তে,


যেখানে আলু আর পটলের মতোই বিক্রি হয় মা ও মেয়ে!


এখানের সব নারীই নিষিদ্ধ সমাজে,


তবুও তাদের কাছে অবাধ যাতায়াত নিষিদ্ধের ঘোষণা পাঠকারী সমাজের শুদ্ধ পুরুষের।