আমার দাপুটে ঈশ্বর আজ প্যারালাইজড,
তোমার শরীরে আমার নখের যত গুলো আচর-
আজ তা আমার হৃদয়ে দগদগে ক্ষত।
রক্তাক্ত হৃদয় জুড়ে আজ শুধু মৃত স্মৃতি, তোমার ওই মাতৃছায়া হোস্টেলের  বারান্দায়।
যেখানে দাঁড়িয়ে রোজ মধ্যরাতে আচর কাটতে আমার দেহে আর আমি তোমার দেহে,
মনে আছে আমাদের দূরত্ব ছিল দশ  তলা। তবুও আমরা একে অপরের শরীর ও মনে আচর কেটেছি নিদারুণ ভাবে,
আমার দাপুটে ঈশ্বর আজ সত্যই প্যারালাইজড।