ইতিহাস তোমাকে মনে রাখবে,
তুমি কি ছিলে আর কি ছিলে না!
তোমাকে যারা দাবার গুটি বানিয়ে কবি হয়েছে,
আবার তোমার অর্ধ মৃত্যুতেই তারা উল্লাস করেছে।
আকাশের মতো তোমার বিশালতা জুড়ে,
যারা শরনার্থী হয়ে বেঁচে আছে।
তারাই ঈশ্বর -
তারাই শ্রেষ্ঠ,
তুমি চলে গেলে তারাই তোমার স্মরণ- সভার নামে মায়াকান্না জুড়ে চোখ মুছবে।
এরিষ্টটলের কথা মিথ্যা করে এরাই,
তোমার সকল পাপ পূর্ণের হিসাব কসবে।
সভ্য বাধ্য ছেলের মতো পিথাগোরাসের সূত্র ভেবে গিলে নিতে হবে সব অংক,
তবুও ইতিহাস কোন একদিন মনে রাখবে সব।
আজাদী জিন্দাবাদ!