নদীর স্তন জুড়ে বয়ে চলা জীবনের স্রোত,
সাগরের মতো আকাশের সীমাহীন ছুটে চলাই কবিতা।
জীবন সুন্দর ;মৌমাছির এঁকে যাওয়া স্বপ্ন,
কাঁটাতারে ঈশ্বরের জীবন ঝুলে।
তবুও ঈশ্বর সীমান্তহীন পৃথিবীর মালিক,
চোখের পলকে প্রেম বেদনা হয়ে উড়ে যায় ফিনিক্সের মতো যন্ত্রণার মহা নগরীর কোনে।