জীবন্ত আত্মার আত্মাহুতি,
মৃত্যু নয়,
কল্পনার চরম দিন।
যেখানে সমস্ত বাস্তবতা মৃত,
আকাশ তখন মাটিতে লুটুপুটি খায়।
জল আগুনের মধ্যে জ্বালানি হয়ে বসবাস করে,
তখন জীবন্ত আত্মার আত্মাহুতি
শান্তির বীনা বাঁজায়,
ধরিত্রীর সুরে জলের তরঙ্গে তরঙ্গে।