সমুদ্রের নীল জলে ভিজে
হাসিতে হাসিতে বক্ষ করিব-ছিন্ন রক্তাক্ত
ঈশ্বরের দুঃখে কাদে যদি ধরিত্রী।
এই হৃদিপদ্মে ফুটবে নরকঙ্কাল,
তবুও ধরিত্রী জুড়ে কিসের এত ভয়-
কেন এত আতঙ্ক!
কেন মিলে না তিন অক্ষরের সুখ,
মন কেন ভাঙছে নদীর পাড়।
আকাশ জুড়ে দুলছে কালো মেঘ,
মৃত মেঘ ঝরে পরছে বারিধারায়।