প্রিয়ার হৃদয় ভাঙা কান্নায়,
বন্যায় ভেসে গেছে রক্ত জড়ানো ভালোবাসা।
ফুল প্রতি রাতেই নিরবতায় কান্না করে,
অশ্রুসিক্ত হৃদয় ছন্ন ছাড়া মোতিহার।
একদিন সব নতুন করে গড়ে তোলা হবে,
এই বিধ্বস্ত শহরে কাঠগোলাপের বাগান হবে।
আবার শিশুরা হামাগুড়ি দিবে দোয়াশ মাটির বুকে,
সব রঙ একদিন প্রেম হবে।
নীল আকাশের বুকে পাখিরা গণবিলুপ্তির হাত থেকে মুক্ত হবে,
শুধু ভালোবাসি বলে।
প্রিয়ার হৃদয় ভাঙা কান্না একদিন,
উড়ে যাবে অন্ধকারে জোৎস্নায়।