জ্যোৎস্না রাতের ঈশ্বর আমার অবিশ্বাস জুড়ে,
একটু যদি পেতাম প্রমাণ তুমি আছো অবকাশ যাপন কেন্দ্রে যেখানে স্বর্গ-মর্ত্য-যমলোকে বসিয়েছ বিশ্বব্রহ্মাণ্ডের রঙ্গশাল,
মঙ্গল-শনি-বুধ-নেপচুন-
আটলান্টিক মহাসাগরীয় উপকূল অথবা আরব সাগরের তীর ধরে তোমার ব্যক্তিগত বাইজী বাড়ি,
যেখানে তুমি বা তোমরা সূরাহ আর নর্তকীর নৃত্য পান করছো সমতালে।
কিন্তু কোথায় তুমি বা তোমরা, কোথায় তোমার অস্তিত্ব?