নবগঙ্গার তীরে যেতে মন চায়,
বাসকের পাতা ও পূজিত প্রকৃতি কেইবা না ছুঁয়ে নিতে চায়?
এই রক্তাক্ত জখম হৃদয়ে যে দৈন্যতা,
ফিরিয়ে দেওয়ার যে আকুতি -
জীবনের সীমাবদ্ধতা আমাকে ছুয়ে চলে।
তবুও আশায় স্বপ্ন বুকে বেধে চলছি অবিরাম,
কথা দিয়ে কি কথা রাখলাম?
হৃদয়ের কাটগড়ায় প্রশ্ন বিদ্ধ আমি,
কেউ কি করছে না আমার সাথে অন্যায়।