বেসে ভালো জ্বেলেছ প্রদীপের আলো,
বাজারে যত আছে তেল, মালিক তুমি করেছো লুট।
ভাঙ্গা প্রদীপের জীবন,
পুড়েছে যতদূর দিয়েছে আলো।
কাঁদতে গিয়েও পারেনি ,
যদি আলো যায় নিভে।
প্রিয় জনতা ভয়ে কাটাবে অন্ধকার সম প্রহর,একদিন সব সূর্যের আলো দিবে উত্তাপ জেনে-
প্রিয় জনতা ভাঙ্গলে মাটির প্রদীপ অযত্নে,
সম্মুখে আছে দিন সব রাহুর দখলে ভেবে রেখো প্রদীপ তখন কই পাবে!
দুই দন্ড সুখে অবহেলা করে যারা ভুলেছো জীবনের পাঠ, তোমরা সবে থেকো সাবধানে প্রদীপের এই প্রার্থনা আগুনের তরে।